Chrome - Link Select

এটিএম কার্ড ব্যবহার করার নিয়ম


👌এটিএম কার্ড ব্যবহার করার নিয়ম - 👍নতুন দের জন্য ------ 💳 ব্যাংকে একাউন্ট চালু করলেই একটি এটিএম কার্ড দেয় । কিন্তু অনেকেই এটি ব্যবহার করতে জানে না । এটিএম কার্ড কিভাবে ব্যবহার করতে হয় তা আজ শেখাবো ।  💳এটিএম কার্ড শুধু টাকা তোলা না অনলাইনে কেনাকাটা ও করা যায় ও ইতাদি কাজে ব্যবহার করা যায় । 💳 ব্যাংক থেকে এই কার্ড দেওয়ার কারন নিজের ইচ্ছা মত খুব সহজেই যেন টাকা তুলতে পারে । এটিএম কার্ড থাকার করনে অনেক সুবিধা যেমন  * টাকা নিজের মত করে যে কোন সময় টাকা উত্তোলন করা যায় ।  * খুব সহয়ে টাকা এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায় । * অনলাইন এ বিভিন্ন কাজে খরচ করার সুবিধা রয়েছে । * মোবাইল  সফটওয়্যার এর মাধ্যমে বিভন্ন ধরনের সুবিধা রয়েছে । 💳 অনেকেই এটি এম কার্ড এর মাধ্যমে টাকা বের করতে জানেন না ,  * এটি এম কার্ড এর সিম এর মত যেদিকে দেখতে সেটা উপরের দিকে করে  সামনের দিক দিয়ে প্রবেশ করাতে হবে ।  * তারপরে কার্ড এর পিন নাম্বার দিতে হবে । * টাকা বের করার সময় ইংরেজি ( Cash Withdrawal ) লেখা যেখানে সেটা বেছে নিতে হবে । * তারপরে টাকার পরিমান দিতে হবে । * তারপরে রিসিট চাইলে "হ্যা" আর না চাইলে "না" বাটনে ক্লিক করে দিলেই টাকা বের হয়ে আসবে । * এর পর আরো টাকা  না বের করতে চাইলে "না" বাটনে ক্লিক করে সমাপ্ত করতে হবে । 💳 এটি এম কার্ড অনলাইনে ব্যবহার করতে চাইলে ক্রেডিট / ডেবিট কার্ড হতে হবে । ব্যাংক থেকে কার্ড নেওয়ার সময় বলে নিবেন এটি কি কার্ড , তাহলে আপনার জানা থাকলে সুবিধা হবে । আপনার কার্ড এর মধ্যে যদি  Holder Name, Card number, Expire date, CVC ইত্যাদি থাকলে তাহলে আপনি বুজবেন এটি ক্রেডিট / ডেবিট  কার্ড । 💳আপনি অনলাইনে কোন পণ্য বা কিছুতে অনলাইনে টাকা খরচ করতে চান তাহলে যেখানে টাকা দিতে হবে সেখানে  Add to Card লেখা থাকবে । Checkout করার পরে Pay Credit or Debit Card  বাছাই করতে হবে । কার্ড এর যেগুলো  Information  চাইবে তা দিয়ে দিন ,তার পরে  Pay  বাটনে ক্লিক করলে আপনার টাকা সেখানে চলে যাবে বা টাকা Pay হয়ে যাবে ।  সতর্কতাঃ --- *এটি এম মেশিন থেকে টাকা উঠানোর সময় যদি পিন ৩ বারের বেশি ভুল হয় তাহলে কার্ডটি মেশিনের ভিতরে পরে যাবে এবং পুনরায় টাকা খরচ করে ব্যাংক এর কাস থেকে নিতে হবে । * এটি এম কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই  Web site ar URL -Https  দিয়ে শুরু কি না ,  Https/padlock icon থাকলে আপনি নিশ্চিন্তে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন ।  * আপনার পিন নাম্বার বা  CVC নাম্বার কাউকে বলা যাবে না ।  এগুলো বিষয় অবশ্যই মনে রেখে  কার্ড ব্যবহার করতে হবে ।
 

MRI SOFT

BSC Engineer

Post a Comment

Previous Post Next Post